দুর্গা মিউটেশনে উমা হয়েছে
ছেড়ে যাওয়ার কষ্টটা বিশাল...


জানি ক্ষণিকের রাগ, বিসর্জন প্রেম।
ঐশ্বরী সন্ধ্যার আলোকসজ্জায়,
হাত ছেড়ে গন্তব্য বিলাসে


পর দুঃখ দেয় না,
নিজের মন কষ্ট দিচ্ছে
মন খারাপ
কৈলাশের বিস্তৃত জনসংখ্যা
বলে দেয় অনন্ত কাব্যগাঁথা,


দূষিত গঙ্গায় আমার অস্থিতে
আবার দেখা হবে কাঠামো দুর্গার


মোহনা মিশছে বঙ্গোপসাগরে
কৈলাশ মিথ, বড্ড পৌরাণিক।