ধীরে ধীরে গরম হয়ে উঠছে
আমাদের চারপাশ।
নদীজল, পুকুর, আমাদের মন
সব উবে যাচ্ছে।
গাছহীন হয়ে যাচ্ছি,
কেন মরে যাচ্ছি রোজ
কিছুই বুঝতে পারছি না।
ধীরে ধীরে জীবন
জলহীন হয়ে উঠছে
বেঁচে থাকা।
কচ্ছপেরও জল প্রয়োজন।
পরমাণু বোমা নয়
ইউরেনিয়াম নয়
কোনও তেজস্ক্রিয় মৌল নয়।
জল প্রয়োজন,
মনের জল।