সবুজ গাছছায়া,
বিদীর্ণ পথ চলাচল।
আরোগ্য লেগে থাকা শিহরণ শরীর।
গন্ধের তীব্রতা
অযুগ্ম ভালোবাসা,
জীবন্ত বারো মন্দির
জমিদার বাড়ির ঘর
ভাঙা মন্দির

ক্ষত জীবনকে কুল স্বাদ দিলো।
হাইওয়ের পাশে সরষে ক্ষেত
অসফল প্রেমের কথা ভুলিয়ে
বিরিয়ানি স্বাদ জাগিয়েছে
নরম রোদের দুপুরে।