মৃত্যু এখন ব্যাগে হেঁটে চলেছে, অভ্যাস
মৃতদেহ এখন নিচ্ছে ব্যাগের বদ্ধ গ্যাস।
শিশু খুঁজে নিচ্ছে পৃথিবী জন্মের উপহাস।
নব জাতকের জন্য জমিসৃষ্টির পরিহাস।


সরকার তো সত্য, মৃত্যুরা সব প্রহসন
মৃত শিশু কাঁদে না, শুনছি নেতার ভাষণ।
মৃত্যু এখন ব্যাগের মধ্যে বন্দীদশা
মানুষ নেই সামনে, অন্ধকার প্রত্যাশা।


আলো নেই, টাকা চাই, আরও টাকা রোজ
শ্রম না করেই বড়লোক, কাটমানির খোঁজ।
অ্যাম্বুলেন্স জানে রোগগ্রস্থদের লুটেপুটে খেতে
মানুষের মানবিকতা শেষ, জন্তুজানোয়ার জেতে।


এখন কেবল পাশবিক লোভ, হাসছে রাস্তার মোড়ে
জানে না মসনদের রাজনীতি, চাকা কেমন করে ঘোরে।