কার জন্য অপেক্ষা, কার জন্য টান
মৃত্যুই চেনে কেবল জীবনের স্নান।


পাগল হয়েছে দেশ, রক্তের স্বাদে
তোমার গন্ধ আজও ঘুলঘুলি ছাদে।


আদিম ঝাঁকুনি জাগে, বাঁচার সুরে
আসছে আকাশে চিল-শকুন উড়ে।


ঘুমাতে দাও নাগরিক মৈথুন-রতি
চিরঘুম চেনায় অনন্ত সে জ্যোতি।


বাথরুমে বন্দী, জাগিও না আর
দায়ী আমি, নির্দোষ বিশ্বসংসার।


অভিলাষ পাগলিয়া রোজ-কাল আপন
মিথ্যা শিখেছি শুধু সুরের এই যাপন।