এখন শীত বা গরম লাগে না
তবু আমি—‘আগুনের পরশমণি’ গেয়ে উঠি।
কবিতার আতুরে কী ছিল, কোথায় ছিল
বুঝতেই পূর্বরাগ পড়ি জ্যোতিষ্কে।


তুমি রাশিফল দেখে নিয়েছ, দিনযাপনের
বাস, মেট্রো কত কিছু পেরিয়েও – আমি নেই।


আর এই অন্তরীক্ষে, সর্বত্র তুমি ‘মন’