ঝড় থেমে গেলে প্রদীপও নিভে যায় মনে
কালবৈশাখী কেবল নিরুদ্দেশকেই শোনে।


আমিও হারিয়ে গেছি বাউল জীবন স্রোতে
উদ্ভিদের প্রেম বসুন্ধরা নিজ কল্পনায় পোতে।


ছন্দহীন এক ছন্দ গ্রাস করছে এ মৃত কাহন
এই মৃত শরীর, মৃত জীবনবোধেরই বাহন।


সামনে নদী, ঘোড়া, অনন্ত আকাশ বালুচর
মানুষ ছিলাম প্রজন্মঋণে, এখন ক্ষীণ স্বর।


মিলিয়ে যাচ্ছি শেষ তুলির টানে ঝড়ের ছবি
খুঁজে নাও মন, অন্য এক স্মার্ট লাইনের কবি...