অন্তেষ্টিক্রিয়ার শেষে ফিরছে প্রজন্মচোখ—জীবিত নাটকে।
অনির্দিষ্ট রবিঠাকুর হারিয়েছে স্মৃতি অছিলায়, শোক মায়ায়
শীতঘুমে যেতে হয় শীততাপ নিয়ন্ত্রিত কৃষ্ণচূড়া দলে
অবিরাম বৃষ্টি মনে, বাইরে কেবল রোদ্দুর ও চুল্লীসুখ।


এসো ভালোবাসা, একবার মন থেকে কেঁদে যাও
ভালোবাসা, আমাকে শত্রু ভেবেছো, অপমানবোধে
ক্রোধে
সকলেই মিত্র মৃত্যুর পরে।
ভালোবাসা আজও তোমায় ধন্যবাদ জানাবো না, বন্ধু...


খুঁজো না, চাঁদ গহ্বরে মমি সভ্যতা আজও জীবিত।