কতটা ব্যথা লেগে রয়েছে তোমার চোখে,
মুছিয়ে দেব বলে আসেনি চাঁদ রাতের পুকুরগন্ধে।
একটু বসেছি, তাপদাহ থেকে মুক্তি পেতে।
সারাদিনের লক্ষ্যপূরণ শেষে
একটা রাত্রি বিশ্রাম।


বিশ্রাম শব্দটা অনেকটা কবিতারই মতো,
ক্ষণস্থায়ী, ভঙ্গুর।


মৃত্যুর চেয়ে বড় বিশ্রাম কেউ দিতে পারে না
মুদ্রাস্ফীতির পৃথিবীতে।


মুদ্রা সবটুকু নয়, চুমুর অর্থ বুঝতে
পৃথীবিবাসীর বহুযুগ লাগবে,
যেমন পুকুরধারে এক একটা মাছ লাফিয়ে উঠে
অক্সিজেন নিতে চায়, আমারই মতো।