নিয়ম উঠে আসে গরম দরজায়।
ধীরে ধীরে বৃষ্টিহীন শহর
তাগিদ খুঁজে পায় গাছভালোবাসার।
চিলি পটেটো আর ফ্রুট কাস্টার্ডের মাঝে
প্রকৃতির প্রয়োজনীয়তা
স্পষ্ট হয়ে ওঠে সানাই শাড়িতে।


নারীর প্রয়োজন কতটা পুরুষ!


প্রকৃতির প্রয়োজন কতটা পৃথিবী!


নারী ও পৃথিবী ধ্বংস না হলে
উত্তর জানা যায় না।


পুরুষ তোমার নারীর চোখে
বৃষ্টি দেখেছো, নরম শীতের রোদ্দুর
বরষা ভেজা গাছপাতার সুখ দ্যাখোনি!