সন্ত্রাস শরীরের শাড়িতে মহাভারতীয়
দ্রৌপদীর মতো উপকথার উপসংহারে আজও
রোজ সংবিধান হােত নিয়ে দাঁড়িয়ে।
বিচারহীন এক রহস্য শরীরের শৃঙ্গার চাইছে, শান্তি
সে বোঝে না বন্দুকের বারুদ তো নারীর মন।
বারুদ মনে জমিয়ে রেখেছো কেন নারী...
তোমায় সুপর্ণা, নীরা, পাগলি যাই বলি না কেন
তুমি তো আসলে ব্যবহৃত কষ্ট।


পুরুষ তোমাকে মা-নারী-বোন ভাবেনি,
কেবল বেশ্যার মাটি নিয়ে এসে চুপ করে দুগ্গা গড়েছি।
ঐ টুকুই। চুপ থাকতে বলছে--রাষ্ট্রতন্ত্র। আজন্মকাল...


পুরুষ ঘোড়ার মতো বল প্রদর্শন আর কতদিন!
কতকাল গরীব পেটেকে হাতিয়ার করবে সন্ত্রাস
উত্তরহীন হাজার দ্রৌপদী জন্ম নিচ্ছে, এই মুহূর্তেও...