মাটি-গভীরে অতীত হবো বলে জন্ম-বাংলা তিলক মাখিনি।
ভাষা- বাংলার জন্য হাঁটছে চা হাতে ছেলেটি কুয়াশাভুখ
অথবা খুশির ইদের প্রচারক।
প্রচন্ড গাঢ় নক্ষত্রের মাঝে তোমার মেলানকালি সমুদ্র
বালুচরে নৈঃশব্দের বিপ্লব।


তুমি অপেক্ষা করছ ভালোবাসার, ভালোবাসা অপেক্ষায় ডিপ্রেশনের,
ডিপ্রেশন অপেক্ষায় মেঘের আর মেঘ খুঁজছে চোখের জল...


মেঘ তোমার নাভি থেকে বাষ্পায়িত নারীত্ব ভাসিয়ে দিল জলে
সে জল বেয়ে নেমে আসছে নারী-বিশল্যকরণী।


বহুদূরে বিশ্বামিত্র তপস্বারত, আর তুমি সৌন্দর্য্যে অভিসম্পাত
বড্ড কঠিন একসময় তোমায় আদর করতে চাইছে প্রেক্ষাপট।


ভবিষ্যতেও ভালোবাসা এরকম কঠিনই থাকবে—
শিক্ষিত জীবনের নারীকবচে।