সমুদ্রের বালুচরে
নিরুদ্দেশের চিঠি লেগেছে।

পাতার শব্দ,
আক্ষরিক অভীক্ষা
জমা হচ্ছে ধীরে ধীরে
আসুরি শব্দে।

সমুদ্রের গর্জন
জীবনের মতো
কোলাহল প্রিয়।

সব সময় শব্দ নয়
পৃথিবীর কান্নাও শুনতে ইচ্ছা করে।

সমুদ্র, আর কত কাঁদবে
বালুচরে- আমার মতো।