নেশা লেগে যায় বৃষ্টিতে।
বৃষ্টিরা বাষ্প হলে
সে নেশা ঘুমিয়ে যায় অন্তরীক্ষে।

ঝড় ওঠে সূর্যে বা চাঁদে।
আমি নেশায় মাতিয়ে রাখি
বাংলা ভাষার শিশির কণাকে।

ধীরে ধীরে শ্রাবণ নামে চোখে।
নেশা আর কান্না মিলে গেলেই
জন্ম ন্যায় চাঁদ।
জন্ম ন্যায় ভালোবাসার শব্দকাব্যরা...