মৃত্যু চিন্তা করছি জন্মের সামনে বসে।


আজ আর তোমার হাতের মাংস
খাওয়া হবে না।
তবু ঠিক করেছি আবৃত্তি করব রবি ঠাকুর।


তোমরা জন্ম ভাবনায়
এই আজকের মৃত্যুকে
ভুলে যেতেই পারো।


আজ আমার মৃত্যু হোক
সে তুমি চাও না জানি, তবু
অনেকবার তুমি প্রতিজ্ঞা করেছ।
রবীন্দ্রনাথকে দিব্যি রেখে।
মিথ্যা আমাকে ভালোবাসা দেখিয়ে
হত্যা করেছ নিথর ভাবনায়।
প্রহসন করেছ
বাংলা ভাষার সাথে।


আমার এই শরীরে মরে যাওয়া প্ল্যাটফর্ম
এ ঘটি তিস্তার জল।
চুন বালি সিমেন্টের ঘরে
স্বপ্ন থাকে,
প্রাণ নয়।


আজ আমার কবিতার সাথেই
নিথর দেহ পরে থাকবে।


শ্রাদ্ধ আসরে না এসে রবীন্দ্রনাথ পড়।
লোক দেখানো নাই বা ভালোবাসলে।


প্রাণ বুঝতে রবীন্দ্রনাথ পড়তে হয়
জোরাসাঁকোর সেল্ফি সব নয়।


এই যেমন নিথর কলম
শব্দহীন শব্দ।