কঠিন পৃথিবীতে মাতাল হবো
উচ্ছনে যাক রাজনৈতিক মতাদর্শ
অশৈলী শব্দরা জাগুক ওটিটিতে
বৃষ্টি রাতে তাই তোমার স্পর্শ।


ভালো হয়ে লাভটা কী আর আছে
সবাই মিথ্যা প্রহশনের খ্যাত দুনিয়ায়
ঘুড়ির মতো উড়ুক দুঃখ কষ্টগুলো
আমাকে মাতাল রাস্তাতেই মানায়।


নষ্ট করছি পৃথিবীকে রোজ গাছ কেটে
আরও নষ্ট করছি তীণুদের বাণী শুনে,
এখন আমি নষ্ট মার্কিনীদের মতোই
নষ্ট আসক্তিকে নেব একে একে গুণে।


ভালো হওয়া সহজ নয়,
ভালো হলে জোটে বাঁশ
নষ্ট হওয়ার ওষুধ পেয়েছি খুঁজে,
চুমুতেই জাগুক প্রশ্বাস-নিঃশ্বাস।


(বি.দ্র. ভালোমন্দ সবটুকুই আপেক্ষিক)