নদী শুকিয়েছে, কেবলই চিহ্ন, খাদ,
মাঝিহীন ঘাটে নৌকো অপেক্ষায় লন্ঠনের স্বাদ।
যতদূর বিস্তৃতি কাশ বন আর মায়াবী জোনাক।


এসব পেরোলে এক মাঝির বাড়ি
বহুকাল ধরে লোকে তাকে ঈশ্বর বলে
সময়ই জানে, সে আসলে প্রাগৈতিহাসিক শয়তান।