গায়ের গন্ধে অজানা সুখ-কাব্য
জীবন তো অসুখ
মানুষ চতুরাশ্রমের ধারণায় আজও সাবেকি
বারোয়ারি সন্ধিক্ষণে এসো নষ্ট হই,
শাড়ি পাঞ্জাবীর ফ্যাশনে সাহিত্য চিরকালীন
প্রতিটি বাঁশ চেরাইয়ের আওয়াজে ধর্ষণ।


ঢাকের কলধ্বনি শুনেছি, শরতের আজানে...
চার্চের ঘন্টায় লেগে যাওয়া কাশফুল বলেছিল--
পিতাহীন যীশু আর দুর্গার মধ্যে পার্থক্য নেই  
প্রতি ধর্মের মূলেই রয়েছে অবৈধ-ভাগশেষ।


অসুরের সাথে পরকীয়া চায় চল্লিশের বৌদি
নতুন বসন্ত কোয়েল যে শরতের হবে না--কে জানে!