আলবেলা এক সকাল, সকালতম দিন
আলগোছে ব্যথার কাছে বাঁচা-মরা ঋণ,
এগিয়ে চলেছে শূন্য তীর একশো আট
হুজুগে সময় বলছে, আমার নাকি ষাট।
আমি আমার জন্মালাম কবে, এসব মিথ
আয়ুপথের কপালভাজে শুভ কামনা রিথ..
নতুন করে চারাগাছে জল দেবো সংসার
পরিবারের তিনজনে হাসি আকাশগঙ্গার।
ফিনিক্স ডাকের সেরেঙ্গিটি, কটেজ সবুজ
এই বয়সেও কাব্যি করি, মনটা বড় অবুঝ।


তবু তো ফিরে আসি, কথা রাখি ষাটে রোজ
আত্মারা নিয়েছে কুদ্রেমুখ-রাজারহাট খোঁজ
কবিতার মেলা আর আমি মুখোমুখি চা-কাপ
ভীষ্ম জাগবেই, বলবে মানি না কোন অভিশাপ...
বেহুলা থেকে মজনু বা রাধা, দ্রৌপদী পর গুরু
বাউন্সারকে উপেক্ষা করেই নতুন ইনিংস শুরু