বহুদূরে দাঁড়িয়ে থাকি ছাদের এ প্রান্তে।
এখানে কুয়াশাহীন পেট্রলের গন্ধ
অজস্র কোলাহলের দৈনন্দিন প্রান্তিক সুখ।
ব্যস্ত চিঠিরা এগিয়ে চলেছে কর্মগৃহে
বিষাদ নেই, শান্তি নেই
অর্থ উপার্জিত সুখ গ্রাস করছে মহাকাব্য।


প্রান্তিক চুমুরা কবেই মিলিয়েছে পাহাড়ে
তোমাকে ফেলে এসেছি
তোমার হারানো মাউথ অরগ্যান
আজও সাজিয়ে রেখেছি মনের সংরক্ষণাগারে।


স্মৃতি সংগ্রহ করব বলে
ব্যাক প্যাক রেডি, শুধু জুতোটা পরতে গিয়ে ভাবলাম
তুমি ঐ রকম যৌবনের সিগারেটেই বেঁচে থাকো
এই বয়স কালে আমার স্বামী সন্তানের সাথে পরিচয় করালে
তুমি যদি কবিতা লিখতে ভুলে যাও
তাহলে আমি কেমন করে অক্সিজেন নেবো
এই মহামারীর পৃথিবীতে...