হদিস পেয়ে গেছি,
এবার যাওয়াটুকু বাকি,
অনেক হলো লেখালিখি
এবার, তবে আসি।


গোয়েন্দা থেকে প্রেম
কজন পড়ে সে সব,
স্টেজেও ফাঁকি আছে
লবির কাছেই স্তব।


দেখা হবে আজ বিকেলে
চায়ের ফাঁকেই গল্প,
নাই বা হলো মনের মতো
বাড়বে জীবন অল্প।


না, ছবি নয় একদম
এটাই আমার পেশা,
সাক্ষাৎ যেমনই হোক
মানুষ চেনাই নেশা।


এই যেমন চা তৈরি
শিল্পের পর্যায়ে থাক্,
জীবনে দৌড়ে চলা
তার মাঝেতেই ফাক।


আর্থ সামাজিকতা
খুনের উপর খুন,
চলে যাওয়ার আগে
মুখ করেছি চুন।


অনেক টেনশনে থাকি
তবু হাসতে পারি আমি,
কবিতা লিখব বলেই
মিটবে টুংকুলুং-এ ভন্ডামি।


বাজে গল্পগুলো পড়ছে
ভালো গল্পরা ধোঁয়া,
বাংলা ভাষার কাছে
মনটা গেল খোঁয়া।


শুনছ, আরেক কাপ চা
না না, থাক তবে আজ,
যাই, লোহা বেচে খাই
রয়েছে অনেক কাজ।