গ্রাস হওয়া অনতিবিলম্বের সুখকে জ্যোৎস্না গ্রাস করছে।
তুমিও পেরিয়ে আসছো অশোকবনের সীতা-রাবণ
সম্পর্কের মূলে ‘মন’ চির সবুজ দন্ডায়ওমান শক্তি।


তোমার শরীর তিস্তা হলেও মন মাঝি হয়ে বাঁচবে
রেখে যাওয়া কীর্তিরাই আগামীর, বলতেই পারে সৌমিত্র
তুমিও তেমন দাগ স্পর্শ করেছো প্রেয়সীর হাসিতে...


মাসে একটা কবিতা লেখা ব্যালেন্সশীটে আজ না হয়
উত্তরবঙ্গের সবুজকে মিশিয়ে দাও কঠিন মস্তিষ্ক।


অভিমানের লৌহ মানব হয়ে উঠতে চেও না আর ভীষ্ম
আজ না হয় অন্য মহাভারত লিখলে রামের আস্তিনে...