দমকা হাওয়া এসে লাগলো নৌকোতে
বসে আছি স্মৃতিজন্মকাল, সীমানার কাছাকাছি।
মাঝি রোজ যায় অদূরবর্তী গ্রামে, শহরে, বন্দরে
আমিও ভাবি সিন্দাবাদ হয়ে উঠবো
কিন্তু অশরীরি শহরে নির্বাচন হবে
বসতি জন্মাবে উদ্ভিদের পাতায় পাতায়
ফুলে সুঘ্রাণে জন্ম নেবে অর্থনীতির তিন স্তর
আবেগপ্রবণ প্রজাপতি নিজের স্বামীকে
এভাবেই আটকে রেখেছে নৌকার খাঁচায়।
কিছু দর্শক আসে, রোজ দ্যাখে
তারাও মতলব করে এমনই বেহুলা নৌকোতে
তারাও একদিন স্পর্শ করবে স্বর্গ।


প্রশ্ন আসছে আবার
সব বেহুলাই কী স্বর্গের নর্তকী হয়
সমস্ত কবি কি লিখতে পারে মনসামঙ্গল...