ঘরের গভীরে প্রদীপ অপেক্ষায় তুলসী মঞ্চের।
শহুরে গন্ধ মেখে প্রবেশ করো গৃহস্থালী আতিথেয়তায়।
খুঁজে পাবে ঝর্না কলমের অক্ষরভাস।

তথ্য সংগ্রাহক প্রযুক্তি
মায়া মমতার বাবাছায়ার দুনিয়াকে
স্পর্শ করতে পারবে না আজন্মকাল।

কৃত্রিম বুদ্ধিমত্তার ঘাসফুলে আবেগ থাকে না দুনিয়া,
দুনিয়া গড়ে ওঠে আকর্ষ ভালোবাসায়।
সে ভালোবাসা মা-বাবার ক্যানভাসে-চিরকালীন।

প্রদীপ জ্বালা সন্ধ্যা, ঝর্না কলমের অঙ্ক খাতা
কালো ছাতা আর বাবার তামাক গন্ধ
অপেক্ষা করছে।

অপেক্ষা করছে চির মিলনের মৃত্যু...