অপ্রকাশিত জীবনানন্দ বলে একটা মরতে চাওয়ার ইচ্ছাকে ঝুলিয়ে
পালিয়ে গ্যাছে কবি অ্যাক্রোপলিসের শপিংয়ে।

পাঠক এসে না মরার জ্ঞান দিয়ে
চলে গ্যাছে সিরিয়াল দেখতে।

কুকিজ হাতে দৈত্যের বাগানে
বসে থাকা শিশুটি
জানে না যে স্ট্যাটাস দিতে হয়
চুমু দিনের বিজ্ঞাপনে।

জীবনানন্দ, তোমার জানা নেই হয়তো
পুড়ে যাওয়া সভ্যতার প্রতিটা মানুষ
চর্যাপদের সময় থেকে শঙ্খচিল
আর কলকাতা
কেবলই নোনাজল,
কবি কলমে সফেন জাগছে।