অর্কিডের গায়ে জলবিন্দু বৃষ্টি
সৃষ্টি অপরূপ,অনন্ত অনুভূতি।
চায়ের কাপে লেগেছে ছন্দদিন
রঙিন, বৃষ্টিতে আরও ভিজব।
রক্তের মতো কষ্টরা জমেছে আম
জাম রঙে। কালো জামের স্বাদ।


স্বাদ সকালে বিপদ মেঘ জমেছে
কমেছে। বৃষ্টির আগেই সংসার ছবি।
ছন্দহীন সবটুকু, তবু ছন্দ আছে
কাছে, আমার কাছে সবটুকু এরা।
জেরা, আর কত জেরা করবে জীবন
একটু স্বপ্ন দেখতে চাই। সুখে।
সুখের সৃষ্টিতে।


ঈশ্বর নয়, আমার চোখে প্রকৃতি মণি।
শনি। সে সব কুসংস্কার। আমি সত্য।
পথ্য। এ জীবনই পথ্য। জীবন অব্যর্থ।