জেগে ওঠা মেঘে ওষুধস্নান সেড়ে
যখন আপিসে পৌঁছালাম
ব্যথা উধাও।


মানুষ জন্ম এমনই,
খরচ হোক ডাক্তারের ফর্দে।
উদয় অস্ত রোজগার
ভেসে যায় ব্রহ্মপুত্রে।


অসুখের কান্নায়
মানুষ আত্মা ভীত,
আসল প্রোমোশন তো মুক্তিতে,
শান্তির নাস্তিক ঘুমবৃক্ষে।