বিষাদ দিনে তুমি দাঁড়িয়ে ঝড়ের মতো
দুষ্টু ক্ষত, দুষ্টু ক্ষত, দুষ্টু ক্ষত।
পেরিয়ে এলে নতুন জীবন, অনেকটা পথ
জীবন শপথ, জীবন শপথ, জীবন শপথ।
বন্ধু তুমি ভাসমান ঐ নীল সাগরে
জলনাগরে, জলনাগরে, জলনাগরে।
দল বেধে সব উড়ছে মানুষ, জলন ফানুস
পেটটা নাদুস, পেটটা নাদুস, পেটটা নাদুস।


সব শেষেরই শুরু আছে ছবিমুখে
ভীষণ সুখে।
সুখ তো মনের কাব্য, কাব্য তো জীবনগতি
একরত্তি।


গল্পকথায় কবিতা যে খুঁজে পায়
সব হারায়।


সেই তো ঋষি, অগ্নিযুগের রক্ত কৃষি
দৈত্য শিশি।


দৈত্য জাগুক আমার কথা শুনবে বলে
বাচ্চা কোলে।


বাচ্চারাই তো আসল বুড়ো, আমার খুড়ো
পাগল পুরো...