ভেসে যাওয়া মেঘে তোমার হাসি জেগে
মারা গ্যাছে কালকের বুনোফুল।
সাদা শাড়ির বিহঙ্গে, জেগেছে চিল
দূরের পাহাড়ি গ্রামে
তিনটে কুকুর, কিছু কাক
জেগে উঠেছে আমার দৃষ্টিতে।
হাসির সরণী বেয়ে
বুনোফুলের খোঁজে
হেঁটেই চলেছি বিভাজিকা নদী দাগে।
এখানে আয়োজন নেই
আলাদা সাজানো মনেস্ট্রি নেই
রয়েছে দূর পাহাড়ে ছোট স্মরণ পাথর
আর তোমার হাসি।
হাসি মুখ দেখা যাচ্ছে
দূরের ঝর্না আনন্দে
জাগছে নতুন কুয়াশার শীতলতা।
গ্রাস করছে আমার জীবন
অর্ধেক দুঃখের মেরুপথ
তোমায় বুনোফুল দেবো বলে
এত কাল হাঁটছি কবিতার পথ ধরে
কবিতার শহর-গ্রাম-মফস্বল পেরিয়ে
পাহাড়িয়া উচ্চতায়
দেখা পেলাম সে ফুলের।


এখন তুমি হারিয়েছো, ফুল আছে।


আচ্ছা লজ্জা না পেয়ে
আমি নীরব, নিশ্চুপ হলে তুমি এসো।
তখনও নীরবই থাকব,
সাজিয়ে দিও আমায় বুনোফুলে।
তোমার মনের মতো করে...