কবিতার অনুষ্ঠান শেষে বাইরে এসে দেখলাম
মাথার উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে।
পত্রিকার ভুল বানান যন্ত্রণা দিচ্ছিলো কিন্তু...
তোমার খোলা চুল, উন্নত হাসিছবির এক্তিরায়ে
কবিতাচোখ তখন নীরা, বনলতা পেরিয়ে
খুঁজচ্ছে মনের কথকথা।


আকাঙ্ক্ষার সীমাবদ্ধতায় নোঙর করেছি বিমূর্তে
ভাবুক মন, প্রতিশব্দ খুঁজচ্ছে
মাথার উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে একটা একটা করে...
কলমের কবিতা চুম্বক তখন,
সফল, অসফল, ভুল-ঠিক পেরিয়ে আসছি অফিস ঘরে...
আমার তো অফিস নেই, ঘর নেই, জন্ম নেই,
কেবল মৃত্যু আছে—তোমার চোখে।


কবিতাবাদের আগের মুহূর্তে তোমার চোখ
শান্তি দিয়েছে মন,
আলোচিত ঝরনার আগেই রামধনু দাঁড়িয়ে।
মাথার উপর দিয়ে প্লেনটা ঈশ্বর খুঁজছে,
পালকের গল্প কাল লিখবো।
© সোমাদ্রি সাহা 2019