পাঁচ ছক্কার পর অনেকটা সময় কেটেছে।
ঘুম দুজনে দুরকমভাবে ঘুমিয়েছে।
একজন স্বপ্ন দেখেছে, অন্যজন মনকষ্ট।
পাঁচ ছক্কার জন্য বুকের বাঁদিকে
কিসব যেন তোলপাড় করছিল
প্রথম চুমু, প্রথম সিগারেটের মতোই।


নেশার মত জেগেছে প্রাণ।
নেশা কী শুধু তামাক আর মদেই হয়!
নেশার জন্য প্রকৃতি বিশ্ব
চুপ করে দাঁড়িয়ে আছে।


পাঁচ ছক্কা পর পর একদিন আবার কেউ মারবে,
রিঙ্কুর তখন বয়স হবে, সাহস এখনকার মতোই থাকবে
যেমন অর্জুনের ছিল দ্রৌপদীর প্রতি।