অষ্টমীর ভোগ খাওয়া শেষ।
দাঁড়িয়ে আছি।
পুজোর সময় এতো ভাবতে ইচ্ছাই করে না।
একটু গল্প, আড্ডা
একটু হপিং।


গরমটাও বেশ। আজ বৃষ্টি নামতে পারে।
দুপুরের ভোগের খিচুড়ি আর একটা ঘুম
অপূর্ব লাগবে সন্ধ্যাটা।


একটু এগিয়েছি।
কে যেন পিছন থেকে ডাকছে।
সকালে অঞ্জলি দিতে আসিনির অভিযোগ।
এক বৃদ্ধা মা।
ওনাকে অনেক বছর ধরেই চিনি।


ওনাকে আবার মন্ডপে নিয়ে গেলাম
বসালাম।
উনি খাচ্ছেন।
মনে হয় ঠিক মতো খায়নি অনেকদিন।


ঠিকই তো চিনি অথচ খোঁজ রাখি না।
আচ্ছা আমি তো ফেসবুক করতে ভুলি না,
তাহলে চেনা মানুষজনকে
খুশি করতে পারি না কেন,
ভালোবাসা কী কলকাতার বুর্জ খালিফা
যে দুদিন লোক দেখিয়ে
ভুলে যেতে হয় সত্য এনক্লেভের সামনে দিয়ে
হেঁটে যেতে যেতে।