বনজ আবেদনের উন্মাদনা
চোখের আত্মজ প্রেরণা ঐশ্বর্য
বসন্ত জন্মের অতৃপ্ততাকে ভুলিয়েছে
নির্বাচনী সময় কুয়াশায়।


মৃত্যুর গন্ধে সতেজ ফুলসকাল
পরিপূর্ণ, পরিতৃপ্ত, নির্মম অস্তিত্বকে
বনজ ছায়ায়,
ধুলোর সেঁদো সিঁদুর চিনিয়ে
উষ্ণ করেছে উষ্ণতার চরম স্পর্শে।


অনন্ত পথ ধরে দুটি হাত,
আঙ্গিক পথের আকাশমেঘে
নৈঃশব্দের বারাণসীতে
মুক্তি দিয়েছে শিবজন্মের নৃত্যে।


জলজ বাতাসে পূর্ণিমা হাসি
জোনাকির লজ্জাকে অনন্য আদিম করেছে।
জীবনের মুক্তির হৃদয়ে
সে মন হাত বাড়িয়ে দেবেই
চিতাভস্মের দোল খেলায়!
ছাই রং মিশছে আবির ও শঙ্খচিলে।
আমার চিতার সাথে পান্ডুলিপির তুমি
ঘুমাচ্ছো বসন্ত দোলে,
চিতাভস্মের বারাণসী ঘাটে।