মৃত্যুর উৎসব লিখতে যেতেই পেন থমকে দাঁড়ালো।
ছাড়ালো, সীমানার প্রান্তিক মানসকাব্য...
কষ্টের কারণ তো আমার মোহ।
বিধি তো বারণ করেছিল, বিপদ গ্রহ।
তবু লোভী ইএমআই স্ট্যাটাস আমার শব্দ জুড়ে
এলো পিকনিকে গ্রামের পথে সোনা সরষে ঘুরে।
এসব লুকিয়ে রাখি রোজ, দিনের শেষে চাদরে বা শাড়ি
আমার বাড়ি। বাড়ি আসলে মিথ, জীবন্ত তো ঝরনা, তিস্তা
এসব নিয়েই লিখবে আবার পাগল, লোকে বলবে ফারিস্তা।


পেন আজ লুকিয়ে নিয়েছে শরীর, তোমার সুখের চোখে
এ বয়সে বলতে হয় না কিছু, শিশির ভেজা সুখে।
চায়ের ফ্লেভারটা আজ শীতের মতোই নরম রৌদ্র
মিত্র না হলেও চরম তুলির টানে সিনেমা ছিদ্র।


ঘুমের মধ্যেও জেগে থাকি বেজিং বা মস্কোর শীতে
তুমি পাগল করলে বলে—মানাচ্ছে ভালো নেভিব্লুতে...