বৃষ্টি নেমেছে বলেই, ঘর বাড়ি ঝাপসা আজ
মোবাইল হারিয়ে ট্রেনে একা, নেই কোন কাজ।


মনে কত কষ্ট, নতুন করে কী বা পাবো আর
ট্রেন চলছে এগিয়ে, প্রকৃতিটুকুই তো দেখার।


একটু ঘুমিয়ে নিই, ঘুমের বড্ড অভাব সময়
এসব নিয়েও লিখবে কবিতা, কে ওকে থামায়।


যত্ত সব খারাপ লেখা, রোজই লিখছে কলম
ব্যথা আয়ুতে কে দেবে আমার দুঃখে মলম!


নতুন মোবাইল কিনতে হবে, মূল্যবৃদ্ধির যুগে
বর্ষা আর ইলিশ, বাঙালি বড়ই যে হুজুগে।


তবু ছন্দের সাথে মিশেছে ব্যাঙদের গান
ছাতাটুকু আছে তাই, করব না যে স্নান।


এফআইআর করতে হবে, নতুন প্লট এলো
যতই লিখুক কবিতা, এ গল্পটা নয় জোলো।