বাড়ির গায়ে স্মৃতির ছবি লেগে
ছোটবেলা আজও মায়াতে জেগে।

পুরোনো কবিতার ডায়েরির ভাজে
ভেসে আসে শৈশব, অফিসের কাজে।

জেগে ওঠে টিনের চালা, কুয়াশা পাহাড়
ভুলে যাই কোথায় রেখেছি বইয়ের আহার।

ছোট ছোট লেখা আর ছোট মুহূর্ত সব
এক জীবন খালি করি কবিতারই স্তব।

টাই শ্যুট ফেলে ফিরে যেতে চাই
সবুজ মাঠে আকাশ, ঝরনায় ঠাই।

জেগে আছে কাঞ্চনজঙ্ঘার অভিমান
ছোটবেলায় আজও করি ঘুমস্নান।

পাহাড় থেকে মোহনা, পাগল হয়ে যাই
তোমার সে হাসিমুখ খুঁজে খুঁজে পাই।

প্রথম যা কিছু, সাইকেলেরই মতো
বেঁচে আছে সাউথ সিটিতে সব ক্ষত।

এসি গাড়ির স্টিয়ারিং হাল্কা কুমার শানু
তবু ফিরে যাই ডায়মন্ডহারবারে নতজানু।

ভুলে যাই ছন্দ, ভুলে যাই টার্গেটের কথা
শৈশবে লেগে আছে ফড়িংয়ের নীরবতা।