চুপচাপ বসে আছি।
সামনে শালিখ, চড়াই।
চারিদিকে লেগে আছে নদীর শব্দ।
ব্যাঙ ডাকছে।

এসবের পরেও পিছুটান খুঁজব?

কত সম্পর্কের মানুষজন রয়েছে
একাকী আমি হারিয়েছি।
মানুষ নয় প্রকৃতির মাঝে--

এক গাছ পাইনফলের মতো।