জীবনবৃত্তকে চার টুকরো করে ভাগ করলে
পিৎজার মতো স্বাদ জন্মায় কবিতার বাক্সে।


পিৎজার টুকরোগুলো খেয়ে দুঃখদের পার্সেল করতে হয় নদীতে।
উপন্যাস জন্মাবে না, কিছু অশ্রু জাগবে
ফিনিক্সের মতোই।