চৈত্রে ঘর পরিস্কারে গ্রিটিংস কার্ড ও পরিত্যক্ত গোলাপ
বড্ড ক্লান্তির আবেশে মিশছে আদর্শ সোমের প্রলাপ।


এখন শুধু পাঁচ বছরের জন্য মিথ্যা প্রহশন গলি
নাটকের মঞ্চে আলো, অন্ধকারের শব্দে বাজে হাতের লেখা...


থামিয়ে দাও প্রতিটা লাইন,
থামাও তোমার কলম কালি
এখনও মানুষ খুঁজি লালন সাঁইয়ের বাগানের মৃত মালি...
পরিত্যক্ত জন্ম বাউলিয়া মন খোঁজে
সুরহীন আপোষের ঘুষে গান চলে,
খিটখিটে গ্রীষ্মের এসি ঘরের প্রলোভন।


তবু ফিরছি রবিবারের ঠোঁট নিয়ে তোমার কোলে
টকিং টম মাতিয়ে রাখছে শিশুটা, আগলে
মাতালে।
মন মাতালে, পাগল মন, মন রে
পাগল করলে।


মৃত বাগানে পলাশ শিমুলের উচ্ছ্বাস নেই
প্রকৃতি দেখার গাড়িগুলো ফিরেছে
খেজুর পাতার বুনন
নেবে না আজ ইঁদুর খাওয়া গ্রামাঞ্চলে
প্রকৃতি নেই, কবিতা নেই, মানুষ নেই
শুধু তুমি আছো
আমার বুকে।
নদী, তুমি আছো...


কাব্যের অরণ্যে কেবল কিছু রক্তাক্ত চোখ, শকুনপুরুষ
আর কপালকুন্ডলা
কৃষ্ণের চক্র চাই, বাঁশী নয় এসব দিনে
জীবনকে শ্যাওলার পাথরস্রোতে নিচ্ছি চিনে...