যুদ্ধ শেষ হলেও
শিশু কান্না রয়ে যাবে প্রেমিকের চুমুর মতোই।
স্বাদ জেগে উঠবে রক্ত বা বারুদে।
ক্ষমতাগাছ কোন শব্দ ব্যাকরণ
শিখতে পারেনি।

শিশুটা বড় হলে জন্মাবে আক্রোশ
সেদিন রাশিয়া থাকবে না
জন্ম নেবে আরও বড় শক্তি।

পরমাণু নাম ঐ শিশুটির
তোমরা ভাবছিলে শ্বেত পায়রা।