কবির ১৫৪ আর আমার ২৮
তবু এক বিনম্র শ্রদ্ধা জাগে।
জাগে অমৃতের সন্ধানে
খুঁজতে থাকা ব্যস্ত জীবনে -
তাঁর আশীষ পাওয়া।


জীবনের দুঃখে যে বাণী থাকে
সুখে তাই গান
আর মরণের পরে তাই প্রতিচ্ছবি।


তবু জন্মদিনে তোমায়
প্রণাম।
প্রণাম তোমার বৃদ্ধ থেকে যৌবন হয়ে ওঠার আবেশ
আবেশিত প্রাণে তোমায় - ছোঁয়ার অভিলাষা।


নীরবে নিভৃতে, আমার মননের স্নিগ্ধতায়।