আমরা কেউ কাউকে দয়া করছি না
তুঁই আমায় আর আমি তোকে ভালবাসছি।
ভালবাসছি চূড়ান্ত এক মুহূর্তে
যখন পৃথিবী উদ্বেল হয়ে উঠেছে।
জীবনচেতনা, সম্পূর্ণ অতিআধুনিকতায় মেতেছে।
এসেছে মল কালচার, ডিসক আর টেকনোক্র্যাটের দুনিয়া।
কিন্তু আমরা দুজন আদিম
আমরা সেই পথ ধরেই এগিয়ে যেতে চাই
আমরা সুন্দর, স্নিগ্ধতার সাথেই
একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেব
ভাগ করে নেব, বেঁচে থাকার নৈবেদ্য।
মনে আছে তুমি আমায় নারদ বলেছিলে।
বলতেই পারো
কিন্তু আমি তো তোমার শ্রেষ্ঠত্বের অনুঘটক হতে চাই।
আমি চাই তুমি দিবস রজনী আমায়
হ্যাঁ শুধু আমায় ভালবাসো,
আর কাজের জগতে সেরার সেরা হয়ে ওঠো।


আসলে তুমি তো ভালবাসার নীড় দেখেছো
সমুদ্রের ভালবাসা দেখো নিই।
আমিও দেখিনি।
কিন্তু সেই এক আকাশ সুখে, সমুদ্রের ভালবাসা,
পৃথিবীর কাছে রেখে যাব দৃষ্টান্ত।
মানুষ যতই আধুনিক হোক,
দেখবে তোমাকে আমাকে
আর ভালবাসতে শিখবে,
একটু একটু করে,
হয়তো চোখের কোণে আনন্দ্রশ্রু – এখনই তার সূচনা করল...