আমার সব রইল এখানে
একটু দেখো।
আসলে সবকিছু তো
দেখতেই হয়ে।
কারণ অতীতের স্মৃতিধারা
এগিয়ে নিয়ে চলে।
সুর ছন্দ লয়,
ধীরে ধীরে মানবিক হয়ে।
যে ভাবে আকাশে পাখি যায়
উড়ে
সে ভাবে তুমিও না হয় – খাবারের খোঁজে
উড়ে গেলে
তবু রয়ে গেল বিশ্ববাণীর স্মৃতি
গোপনে, সন্তপর্ণে
আলোড়িত জ্যোতি – আর জ্যোতির্ময় স্মৃতি