মা শুধু কষ্টটাই দেখলে,
এর ভিতর লুকিয়ে থাকা
ভালবাসা, আত্মনিবেদন
দৃঢ় প্রতিজ্ঞা, সপ্নের ফেরিওয়ালা
আমায় খুঁজে পাওনি।
আমার ভিতর যে রয়েছে
এগিয়ে চলার অনন্ত চেতনা,
মানুষের মানবিক হৃদয়
অস্তিত্বের সুপ্রাচীন বাসনা,
পৃথিবীর আদিম অস্তিত্ব ওঁ
সেই ওঁ-কে খুঁজে পাও নিই-তুমি।
তোমার নাভিপদ্ম থেকে
জন্মাই নিই ঠিকই,
- তবু নব চেতনায় উদ্বেলিত।
আমার শিরায় শিরায় নতুনকে গড়ে তোলার
এক গভীর অনুপ্রবেশ ঘটেছে।
আর এসেছে মায়াবি আলো,
যে আলো সকলের পূর্ণ স্নানের মধ্য দিয়ে
মুক্তি দেবে বিশ্ব পৃথিবীর চরাচর।
বিশ্ব মানবতার সুশৃঙ্খল এক বন্ধন।
বন্ধন ছেঁড়া সেই চেতনায়, এগিয়ে যাবে যুগ
যুগান্তকারি এক স্নেহময়তা ফিরে পাবে সকলে
নতুন স্বপনকে পাবে বলে,
নিশ্চুপ, নিভৃতে, নীরবে, নিবেদিত নির্ণয়ে...