ভালবাসা নয় চাই Breakup হওয়ার পর বন্ধুত্ব
আসলে নহন্তে চলতে থাকাই জীবনের গুরুত্ব।
সত্যই কি এভাবে সব ভেঙ্গে যায়?
জানি না সম্পর্কের বাধনে থাকতে সকলের কেন এতো ভয়।
দ্রুত গ্রাস করা Career-এর হাতছানি
খোলা রাস্তায় চলছে ধর্ষণ, রাহাজানি।


গ্রীষ্ম রাতেও নরম কুয়াশা, বাঘের দুধ মিলছে গভীর অসুখে
কেবল ভদ্রতার মুখোশ তোমার আমার চোখে।
নষ্ট কালের হাতে হাতকড়া পোড়াছে প্রশাসন
কলকারখানার অজুহাত চাষী জমি কেবল নিরাশার বিজ্ঞাপন।


হাঁটতে হাঁটতে নাবালক আজ সাবালক-বলবান
তাইতো গানে মাটি মানুষের ঘ্রাণ
মা কি সত্যিই মোটা কাপড় ছাড়া কিছু চায়?
কালের নিয়ম না মেনে গদির ওরা কাজ করে যায়।


জমুক পাহাড় প্রমাণ কোটি কোটির স্তুপ
মৃত্যু শেষে শুধু ছাই, নাভি – কলসি বন্ধি মুখ।
ক্ষমতার আগ্রাসন মেটাবে মানুষের স্বপ্ন
অরণ্য আসবে ফিরে চেতনা হবে নগ্ন।