তুমি বলতেই পারো আমায় চলে যেতে
তুমি বলতেই পারো আমায় মুছে দিতে,
তুমি বলতেই পারো সম্পূর্ণ করতে
এই বৃত্ত।
কিন্তু তুমি কি বলতে পারো –
তোমায় না ভালবাসতে,
তোমায় না শ্রদ্ধা করতে,
সে অধিকার তোমায় আমি দেব না।
তোমাকেই ভালবাসবো
আর
আগুনে পুড়িয়ে নিজেকে
আরও খাঁটি সোনা করে তুলব।


হতেই পারে অতীত তোমায় টানছে
গান থেকে রাজপথ, তোমায় মানছে
এ এক স্নিগ্ধতা ভরা সময়
যে সময় তুমিও একা
আমিও একা।
তবু দুজনেই এক।
দুজনে মিলেই আমাদের ভালবাসা।


আমি তো আর কোনদিন
একা হব না।
তোমার ভালবাসায় আমি আপ্লুত
আমি সম্মানিত। আমি ধন্য।
তুমি ছেড়ে যেতে চাও,
ভয় পাও আমার স্বল্প ক্ষমতাকে
তবু বলি এ ভালবাসা চিরন্তন,
ফিরে ফিরে আসবে
তোমার সন্তানের চুম্বনে,
আমার স্বাদ খুঁজে পাবে
আমার জীবন।
মৌ আমার ভালবাসা না – আমার জীবন।