আজ সকালে অনেক কবিতা
এসেছে আমার মনে
কারণ
যে কবিতা আমি লিখব
তার স্মৃতিচারণ অনেক আগেই
কবি রবীন্দ্রনাথ, নজরুল করেছে।
সমস্যা একটাই,
যে কবিতা আমি লিখতে চাই,
তার প্রেক্ষাপট, এখনও বাক্সবন্দী।
আমি যে বিদ্রোহ করতে চাই,
সেই ভাবনা আজও দেশদ্রোহীতা,
দেশের মানুষকে গরীব,
অশিক্ষিত, শুধুমাত্র কুসংস্কার,
নারীদের অত্যাচার, ধর্মের নাগপাশ..
এসব দিয়ে পৃথিবীর সভ্যতা এগোবে..
এভাবে এগোতে পারে ... না।
কারণ
এবার, আমি, আমরা মেরুদন্ড সোজা করে
লিখব।
লিখব, কিভাবে মানুষ হতে পারি
নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে।