ছন্দা গায়েন রা মরে না
অথচ আমি আপনি রোজ মৃত্যুবরণ করি
কেন!
জানি না, কারণ জানার আগেই সব পেয়ে যাই।
পেয়ে যাই সুখ স্বাচ্ছন্দ্য।
একটু টাকার জোড় থাকলেই
সুখ কিনতে পারি।
আসলে আমরা জীবনে
বাঁচতে জানি না।
জানি না কারণ ছন্দা গায়েনরা যখন শৃঙ্গ জয় করে
আমরা ছুটি অর্থের অনর্থ জোগাড় করতে।
আমরা বিনোদন তো শপিং মলে,
ফেসবুক, উইচ্যাটে পেয়ে যাই।


তাই কখনও অমৃতের খোঁজে না গিয়ে
গরল পান করতে করতে
বলি –
এটাই জীবন।
সমবেদনা জানাই, কিন্তু কেউ মানুষ হতে পারি না।
পারি না নারী অধিকারের কথা পেরিয়ে
তাদের সম্মান করতে
আমরা পুরুষতন্ত্র, ভাবি মেয়েরা যন্ত্র।
তারপর ধীরে ধীরে, আস্তে আস্তে
অন্ধকারে মিলিয়ে যাই,


....
....
কাল সকালে বৌ তো আবার বেড টি দেবে।


আমরা কেন এভাবে প্রতিদিন মৃত্যুবরণ করি!