বছর যায়, বছর আসে,
কেউ বোঝে না, ঐ পেঁচার কথা
কেউ বোঝে না, ভালবাসার কথা
সবাই শুধু কাজকেই চোখ মনে করে...
রাতে সালতামাম মস্তি করে।


ঐ গ্রান্ডের উল্টোদিকের রাস্তায়
যে লোকটা আগুন পোয়াচ্ছে,
কাল সকালে কি খাবে তাই ভাবছে
সে কি করে বুঝবে?
মেরি ক্রীসমাস, হ্যাপি নিউ ইয়ারের মানে
সেসব বুবতে গেলে বাবু হতে হয়।


কি মজার কথা
গরীবের তাই নিউ ইয়ার ইভ নেই
তবু ওরাই ভারতের ৮৫ শতাংশ
ওরাই ভারতমাতার জন গন মন।
আর আমরা যারা এই লেখা পড়ছি
সংখ্যায় খুব কম।


ভারতের সুও আর দুওরানী তাই আছে
আর আছে আমার কবিতা
তোমাদের জন্য।


তবে যেন এই কবিতা পুঞ্জিভূত হয়ে
একদিন বড়লোকগুলোকে মিশিয়ে দেবে ধুলোতে
গ্রান্ডে বসবে মহাভোজ,
কব্জি ডুবিয়ে খাবে ছেড়া জামা পড়া
কম্বল গায়ের লোকগুলো
যাকে তোমরা বলেছো
ছোটলোক, গরীব
ওরাও হবে কর্পোরেট - এটাই গ্লোবালাইজেশন।