আমি আর চাটুকারিতা করতে চাই না,
তাহলে খাবো কি?
জানি না, কারণ আমি তো রোদ্দুর হতে পারবো না।
আমি সমাজের কাছে অবাস্তব।
আমি সমাজের কাছে প্রেম, ভালবাসা চাইতে পারি না।
কারণ আমি ভালো হতে পারব না।
ভালো কি করে হতে হয়,
ঘুষ খেয়ে, ল্যাং মেরে, চাটুকারিতা করে,
জানি না।
কারণ এই রাজনীতি আমি বুঝতে চাই না।
আমি চাই মানুষ হয়ে, মানুষের কথা বলতে
মানুষের পাশে দাড়াতে।
কত মানুষ তো আমার থেকেও কষ্ট করে,
আমি কেন আরও আরও আরও চাই?
আমার মা চিন্তায় থাকে, ছেলের ভবিষ্যত কি হবে...


সত্যি ওনারা, ওরা পারে,
চাকরিকে এরা সকলে জীবন মনে করে
ভবিষ্যতে এরা যে অসুখের কারখানায় সব উপার্জন দেবে
সে কথা বুঝতেও পারে না


আমি তো ইতিহাস গড়ব
উদ্ভাবন করব
দরকারে একাই প্রেমকে উপভোগ করব
  ভবিষ্যত তো আমি দেখতে পাচ্ছি...